

দেশের বিভিন্ন এলাকায় এলপিজি (LPG) গ্যাসের সিলিন্ডারের দাম ২৮০০ থেকে ৩০০০ টাকায় উঠেছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের রান্নাঘর কার্যত অচল হয়ে পড়ছে। বিকল্প জ্বালানির অভাবে ভোক্তারা বাধ্য হয়েই বাড়তি দামে গ্যাস কিনছেন, ফলে বাড়ছে জনদুর্ভোগ।
ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামের তুলনায় খুচরা পর্যায়ে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার টাকা ছুঁয়েছে জানান ক্রেতারা। এতে মাসিক ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
একজন ভোক্তা বলেন, “আগে যেখানে নির্দিষ্ট বাজেটে মাস চলত, এখন শুধু গ্যাস কিনতেই বাড়তি হাজার টাকা খরচ হচ্ছে। এর প্রভাব পড়ছে খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচে।”
এদিকে বিক্রেতাদের একটি অংশ দাবি করছে, বর্তমান ইউনূস সরকার দেশকে জঙ্গি এবং যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
এই উত্তরণে তারা আগের সরকারই (আওয়ামীলীগ) ভাল ছিল। তারা জানা এই ইউনূসের এরকম শাসনে অতিষ্ঠ জনগণ।
আপনার মতামত লিখুন :