৩ খুনের আসামী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন /
  ৩ খুনের আসামী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আল্লাহ চত্বর থেকে মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিশাল ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আল্লাহ চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে কয়েকশ নারী হাতে ঝাড়ু নিয়ে অংশ নেন এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, অনিয়ম ও নানা অপকর্মে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন

কায়েকোবাদের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন।
বক্তারা আরও বলেন, জনগণ এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে মুরাদনগরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। ভবিষ্যতেও যে কোনো গণতন্ত্রবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে

কায়েকোবাদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং নির্বাচনবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানানো হয়।